মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের দরগাহা পাড়া এলাকায় পুকুর সংস্কারের কথা বলে পিকআপে করে মাটি বিক্রি করে ইউনি ব্লক রাস্তা নষ্ট করার দায়ে নুরুল বারী নামে এক ব্যক্তিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিকআপে করে মাটি বিক্রি করে ইউনি ব্লক রাস্তা নষ্ট করার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ইউনি ব্লক রাস্তা নষ্ট দায়ে ২লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কৃষি জমিতে গৃহ নির্মাণ করা দায়ে স্থাপনা ভেঙে দেওয়া হয়। ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।