চট্টগ্রামের মীরসরাইয়ে সাউথ মঘাদিয়া এডুকেশন এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। (১৩ জানুয়ারি) শুক্রবার বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকায় খেয়ারহাট সংলগ্ন মাঠে উক্ত খেলা উদ্বোধন করেন সাহেরখালী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি হাসান মাহফুজ। উক্ত খেলায় সংগঠনের সভাপতি নুরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইসিএবি সাবেক চেয়ারম্যান কামরুল হাসান এফ সি এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রকৌশলী ইঞ্জি: হামিদুল হক, সিলেট জালালাবাদ গ্যাস এর ম্যানেজার ইঞ্জি: রফিকুল ইসলাম,ঢাকা জাতীয় রাজস্ব বোর্ড কর আইনজীবী মোঃ নজরুল ইসলাম, চট্টগ্রাম পিএইচপি ফ্যামিলি এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আজিজুল হক, প্রজন্ম মীরসরাই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউনুছ নুরী, ইউপি সদস্য আব্দুর রহমান এবাদ, সায়েদ টেলিকম এর স্বত্ত্বাধিকারী মিয়া মোঃ সায়েদ, ইরানী কাবাব এন্ড রেস্টুরেন্ট স্বত্ত্বাধিকারী আমজাদ হোসেন মিলন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন,নূর উদ্দিন, ইফতেখার আহমেদ, ইমাম হোসেন রিফাত সহ প্রমুখ।
উক্ত খেলায় তরুণ প্রজন্ম ক্রীড়া সংঘকে ২-০ গোলে পরাজিত করে পশ্চিম খৈয়াছড়া ফুটবল টিম চ্যাম্পিয়ন হয় ।