বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মীরসরাইয়ের ৩টি কেন্দ্রে শ্রীমদভগবদ গীতা স্বর্ণ পদক পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় মীরসরাই উপজেলার করেরহাট কামিনি মজুমদার উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় ও মীরসরাই সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৫১ জন পরীক্ষার্থী তিনটি বিভাগে অংশগ্রহন করে।
এসময় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, কেন্দ্রীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মিহির নাথ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপুল দত্ত, মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর সভাপতি কালু কুমার দে, মীরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, সাধারণ সম্পাদক সজল শীল, সাবেক সাধারণ সম্পাদক নারায়ন সরকার, প্রিয়তোষ নাথ, সুদর্শন রায়, দিলীপ বণিক, মীরসরাই পূজা কমিটির সহ-সভাপতি জহরলাল নাথ অভি, সাংবাদিক বিপুল দাশ, আশিষ দাশ, যুগ্ম সম্পাদক পুলক রায়, সমাজ কল্যাণ সম্পাদক সুপ্লব বণিক ননাই, প্রচার সম্পাদক জুয়েল বৈদ্য, গণসংযোগ বিষয়ক সম্পাদক টিটু নাথ,
মীরসরাই জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরিমল কর্মকার, ৩নং জোরারগঞ্জ পূজা কমিটির সভাপতি বাবুল সেন, সহ-সভাপতি তরণ বণিক, ১নং করেরহাট ইউনিয়ন পূজা কমিটির সভাপতি রিপন দে, সাধারণ সম্পাদক টিটু নাগ, ৭নং কাটাছরা ইউনিয়ন পূজা কমিটির সভাপতি সুমন শর্মা, ৪নং পূজা কমিটির সভাপতি মানিক ভৌমিক, ১১নং মঘাদিয়া ইউনিয়ন পূজা কমিটির সভাপতি অজুর্ন নাথ, সাধারণ সম্পাদক মাধব বণিক, ১০ নং মিঠানালা ইউনিয়ন পূজা কমিটির সাধারণ সম্পাদক রাজু ঢালী, জোগীশিক মীরসরাই শাখার সভাপতি শংকর শর্মা, সাধারণ সম্পাদক শ্যামল দাশ, পরিবর্তন টিমের সভাপতি শিমুল ভৌমিক, সনাতন বিদ্যার্থী সংসদ মীরসরাই শাখার সাধারণ সম্পাদক রিপন গোপ পিন্টু, মীরসরাই পূজা কমিটির সদস্য ডাঃ সুমন দাশ, অসীম রক্ষিত, সমীর শর্মা, সুব্রত দাশ, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লিপিকা রায়, সুমিতা পাল, স্বপ্না দেবী, দিপ্তী রানী দেবী. সোমা শীল, মৃণাল আচার্য, উজ্জ্বল দে. উৎপল দে, স্বপ্না দাশ, মতিলাল দাশ, দেবাশীষ শীল, অরুনা চক্রবর্ত্তী, ঝিন্টু গোপ, রাজীব কর্মকার, শিশির কর্মকার, কিশোর পালিত, সুমন নাথ, জুয়েল দাশ, প্রসেনজিৎ চক্রবর্ত্তী, প্রদীপ চক্রবর্ত্তী, আশীষ বণিক প্রমুখ।
এ ব্যাপারে মীরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের সকল উপজেলার পাশাপাশি মীরসরাই উপজেলার ৩টি কেন্দ্রে শ্রীমদভগবদ গীতা স্বর্ণ পদক পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীরা চট্টগ্রাম জেলা পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেখানে সেরাদের মাঝে স্বর্ণপদকসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হবে।