ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় জনজীবন যখন বিধ্বস্ত তখন সুবিধা বঞ্চিত, দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করেন ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক মীরসরাই উপজেলা শাখা।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল হস্তান্তর করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক মীরসরাই এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ শাহিনুর ইসলাম, মীরসরাই শাখার ম্যানেজার মোঃ আবদুল মতিন, অফিসার দুলাল হোসেন, সেকেন্ড ম্যানেজার উৎপল চক্রবতী, শাখার কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, রমজান আলী, লুৎফুন নাহার, সুজিত কুমার দাস ও মজিবুল হকসহ শাখার কর্মকর্তা বৃন্দ।