মীরসরাইয়ে মীরসরাই স্মার্ট স্কিলস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় আবুতোরাব বাজারে কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত এই কম্পিউটার ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। এই সময় সেন্টার পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আইসিটি ডিভিশন এর এটুআই এর পরিকল্পনা ও বাস্তবায়ন এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় স্মার্ট সিটিজেন তৈরির লক্ষ্যে সারা দেশে ডিজিটাল সেন্টার ভিত্তিক স্মার্ট স্কিল সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এই সেন্টার গুলোর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের যুবক, যুবতি সহ সকলে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারবে।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, দক্ষ জনশক্তি তৈরিতে এই সব স্মার্ট স্কিলস সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি স্মার্ট স্কিল সেন্টার পরিচালনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করার আশ্বাস প্রদান করেন।