চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের অভিযানে গাড়ীসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার। ১৬ জুলাই (রোববার) ভোর রাত সাড়ে ৫ ঘটিকায় মীরসরাই থানা অবৈধ গাঁজা(৪০ কেজি) উদ্ধার করা হয়।
থানাসূত্রে জানা যায় উপজেলার ৯নং মীরসরাই ইউপিস্থ ৯নং ওয়ার্ডের পশ্চিম কিসমত জাফরাবাদ আব্দুল খালেকের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর এসআই মোঃ আবুল খায়ের সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মীরসরাই থানা পুলিশের একটি টিম মাদকের চালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় ০১টি প্রাইভেটকার হতে নেমে ০২ জন লোক দ্রুত পলায়ন করে( , যাহার গাড়ীর রেজি: নং-১১-০২২০) গাড়ীটি তল্লাশী করে ৪০কেজি গাঁজা ও আসামীদ্বয়ের ব্যবহৃত ০১টি মোবাইল সেট উদ্ধার পূর্বক উল্লেখিত গাড়ীসহ জব্দ করা হয়।
মীরসরাই থানার একটি মামলা করা হয়। মামলা নং-১১, ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১৯(গ) রুজু করা হয়েছে।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, পুলিশের নিয়মিত অভিযানে চেকপোস্টে ৪০ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালক ও মাদককারবারী পালিয়ে গেছে। থানায় মামলা হয়েছে। মাদক ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।