মীরসরাইয়ে টানা এক সপ্তাহের বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিন্মাঞ্চলে প্লাবিত ক্ষতিগ্রস্থ কর্মহীন ও হতদরিদ্র ৬শতাধিক পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকালে উপজেলা ৬ নং ইছাখালী ইউনিয়নে পরিষদের ৬ শতাধিক বাসিন্দাদের মাঝে এই চাউল বিতরণ করা হয়।
উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ইউপি সদস্য মোঃ: মহসিন, শামিমা ইয়াসমিন, জোহরা বেগম সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, ইছাখালী ইউনিয়নের কর্মহীন ও হতদরিদ্র ৬শতাধিক পরিবারের মাঝে ৩ টন চাউল ও পানি বিশুদ্ধকরণ টেবলেট বিতরণ করা হয়েছে।