মীরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মীরসরাইয়ের উন্নয়নে জনবান্ধব ইউএনও মিনহাজুর রহমান সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি জনিত বিদায়ী সংর্বধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নবেম্বর) দুপুরে প্রেসক্লাব নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়। এসময় মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন, মীরসরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান পলাশ, প্রবীণ সাংবাদিক নিরোধ বরন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নয়ন কান্তি ধুম, রাজু কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব মজুমদার, বাবলু দে, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক নিজামী, উন্নয়ন সম্পাদক ইকবাল হোসেন, ইমাম হোসেন, আব্দুল মান্নান রানা, কামরুল হোসেন, কামরুল হাসান, কমল পাটোয়ারি, রবি করিম, রূপায়ন কর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান ছিলেন একজন সাংবাদিক বান্ধব কর্মকর্তা। তিনি কখনো কোন সাংবাদিককে তথ্য প্রদানে অনাগ্রহণ প্রকাশ করেননি। পদোন্নতি জনিত বদলীর কারণে এই চৌকস কর্মকর্তাকে মিরসরাই ছাড়তে হচ্ছে।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, মীরসরাই উপজেলা প্রেসক্লাবে সংবাদ কর্মীরা সব সময় আমাকে সহযোগিতা করেছে। আমিও চেষ্টা করেছি সংবাদ কর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে। আমি বদলী হয়ে ঢাকা চলে গেলেও মীরসরাইয়ের মানুষের সব সময় মনে রাখবো।