মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে গুণীজন সংবর্ধনা, মেধাবৃত্তি ও স্বনির্ভর আত্মকর্মসংস্থানের আওতায় রিক্সা ভ্যান ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুন) সকাল ১১টায় মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি কালু কুমার দে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস. এম আবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়য়া, মীরসরাই উপজেলা চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, ক্লিফটন গ্রুপের পরিচালক লায়ন এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী সিআইপি, প্রফেসর সামছুদ্দৌহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাহিত্যিক ড. মাহমুদ উল আলম, সাবেক চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, অনুষ্ঠান উপ-কমিটির সদস্য সচিব মোঃ আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৪৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ ও সার্টিফিকেট, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৮ জনকে সম্মাননা স্মারক, স্বনির্ভর আত্মকর্মসংস্থানের জন্য ৪৪ জনকে সেলাই মেশিন ও ২০জনকে রিক্সা ভ্যান বিতরণ করা হয়।