জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার মেখল ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ কালামিয়া সওদাগর বাড়ি প্রাঙ্গনে ৮নং ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওই ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহাবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বি এন পির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান (সাবেক)। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ইসমাইল।
মেখল ইউনিয়ন যুবদলের আহবায়ক মো.সাইফুল ইসলাম ও ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবরের যৌথ সঞ্চালনায় সাংগঠনিক সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনী, মেখল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম, মেখল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সৈয়দ মিয়া মেম্বার, মেখল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাসকির আলম,উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মো.সালাউদ্দীন খালেক,উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক কাজী মো. এরশাদ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো.জসিম মেম্বার, মেখল ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক মো.আসলাম হোসেন, মেখল ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী জাকির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. মো.ইসমাইল, সেলিম সিকদার প্রমুখ।
সভায় বক্তারা গত ১৭ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে বলেন, সব জায়গায় উন্নয়নের নামে লুটপাট হয়েছে। হাটহাজারীর কোনো এলাকায় তেমন কোনো উন্নয়নই হয়নি। তারা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।