মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে সিরাতুন্নবী( স:) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবিরের সভাপতিত্বে বিদ্যায়ের মাঠে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, প্রধান আলোচক ছিলেন গাছুয়া কাটঘর ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা খবিরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মাওলানা আবু তাহেরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জাফরুল হক তালুকদার, মুহাম্মদ রেজাউল করিম, শিক্ষানুরাগী সদস্য মুহাম্মদ ইসমাইল হোসেন, অভিভাবক সদস্য এ কিউ এম আইয়ুব আলী, মোঃ আলমগীর হক, মুহাম্মদ আবদুল মান্নান, রাশেদ ফয়সাল, সংরক্ষিত মহিলা অভিভাবক কুলছুমা বেগম।
আরও উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান, মহিলা শিক্ষক প্রতিনিধি গুলশান আরা খানম প্রমুখ।
বক্তরা বলেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সেই ব্যক্তি হলে প্রকৃত মুসলমান যার মুখের দ্বারা অন্যর মনে আগাত দেয়া যাবে না, কাউকে কষ্ট দেয়া যাবেনা, এ থেকে আমাদের পরিত্যাগ করতে হবে। মানুষের অধিকার নষ্ট করা যাবেনা, হাত ও চোখ কে আমাদের সংযত রাখতে হবে। অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না, রাসুলুল্লাহ( সা:) এর জীবন ও আদর্শ নিয়ে আমাদের চলতে হবে তাহলে প্রকৃত মুসলমান হয়ে আমরা চলতে পারবো।