যানজট নিরসনে হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে বিভিন্ন পরিবহন, ফুটপাত ও দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ১২ টি মামলায় অর্ধলক্ষ টাকার বেশি জরিমানাও করা হয়।
মঙ্গলবার ( ০৭ মার্চ) বিকাল ৪ টা হতে রাত প্রায় ৮ পর্যন্ত হাটহাজারী সদরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গত কিছুদিন পূর্বে যানজট নিরসনে জেলা প্রশাসক ৪ উপজেলার অংশীজনদের নিয়ে হাটহাজারীতে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উঠে আসা বিভিন্ন বিষয় ও সিদ্ধান্তের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সময় বেধে দেয়া হয়। সে সময় অতিক্রান্ত হওয়ায় মঙ্গলবার পৌরসদরের বাসস্ট্যান্ড, জাগৃতি মোড় ও কাচারি সড়কে
অভিযান পরিচালনা করা হয় এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে জরিমানাসহ অন্যান্য আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়। এ সময় পৌর সদরের বাসস্ট্যান্ড ও জাগৃতি মোড়ে যানজট সৃষ্টিকারী সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়। পরে কাচারি সড়কে দোকানের সামনের ফুটপাত দখলকারী বিভিন্ন দোকানকে জরিমানা করা হয়। এছাড়া ফুটপাতে থাকা একটি ফ্রিজ, পথিক ও যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অন্যান্য সামগ্রী এবং ০৫ টি ব্যাটারিচালিত রিকশা আটক করে ২০ টি ব্যাটারিও জব্দ করা হয়। পরে
অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ০৬ মামলায় ৫,৫০০ টাকা এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ০৬ মামলায় ৪৬,০০০ টাকা অর্থাৎ মোট ১২ মামলায় ৫১,৫০০ টাকা জরিমানা করা হয়। এদিকে ফুটপাত থেকে জব্দকৃত বেশকিছু ফল পৌরসভার ০৩ টি এতিমখানায় বিতরণ করে দেয়া হয়।
জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে একুশে পত্রিকা কে জানান, “যানজট নিরসনে সবার আগে প্রয়োজন সংশ্লিষ্টদের সচেতনতা” এবং নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণ ও যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।