হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে যানজট নিরসনে অভিযান চালিয়ে ১৩ মামলায় ২৯,৫০০ টাকা জরিমানা করে ডিসিআরের মাধ্যমে তা আদায় করা হয়েছে।
মঙ্গলবার(০৪ এপ্রিল) বিকাল ০৩ টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত পৌরসভার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, উক্ত অভিযানে যানজট সৃষ্টির কারণে অবৈধ পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ১৩ সিএনজি চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে তাৎক্ষনিক ১৩টি মামলায় মোট ২৯,৫০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া কাচারি সড়কে দোকানের সামনে নির্মিত বেশ কয়েকটি স্থাপনা ও বর্ধিত অংশ উঠিয়ে দেয়া হয়েছে। অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগীতা করেন।
এদিকে যানজট নিরসনে হাটহাজারীর ট্রাফিক বিভাগকে সহযোগিতা প্রদান করার লক্ষ্যে পৌরসভার ০৩ টি পয়েন্টে মোট ০৪ জন তদারক নিয়োগ করা হয়েছে। এদের বাসস্ট্যান্ড গোলচত্বরের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি মহাসড়ক অংশে ২ জনকে এবং ত্রিবেণী মোড় এলাকা ও কলেজ গেইট মোড় দুই স্থানে ২ জনসহ মোট ৪ জনকে তদারকির জন্য দায়িত্ব দেয়া হয়েছে। বিশেষ করে তারা উল্লেখিত স্থানগুলোতে যেকোন ধরনের পরিবহন যেন যানজট সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে কাজ করবে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, যানজট ও সড়ক দুর্ঘটনা রোধ এবং জনদূর্ভোগ লাঘবে জেলা প্রশাসক চট্টগ্রাম মহোদয়ের বিভিন্ন নির্দেশনার প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি এ বিষয়ে সকলকে সহযোগিতা করার আহবান জানান।