পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সীতাকুণ্ড পৌর সদরে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, যানজট নিরসন ও ফুটফাত দখল মুক্ত করে জনদুর্ভোগ লাগবে যৌথ মতবিনিময় সভা করেছে সীতাকুণ্ড মডেল থানা, সীতাকুণ্ড পৌরসভা ও পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি।
সীতাকুণ্ড পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলমের সভাপতিত্বে এবং সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) এ বি এম নায়হানুল বারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সীতাকুণ্ড আপনাদের, আমরা এখানে অতিথি মাত্র, সীতাকুণ্ডকে যানজটমুক্ত ও সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আশা করি আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম বলেন, যানজট নিরসনে সবার আগে ফুটপাত দখলমুক্ত করতে হবে। যাতে পথচারীরা নির্ভিগ্নে চলাচল করতে পারে। তিনি এ বিষয়ে পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সহযোগিতা কামনা করেন।
সীতাকুণ্ড পৌর মেয়র এসময় বলেন, আগামীকাল থেকে সীতাকুণ্ড বাজারে কোন ভ্যান গাড়ি থাকবে না। সিএনজি গুলো যারযার স্টপেজে দুটো করে দাঁড়িয়ে থাকবে এবং পেসেঞ্জার পূর্ণ হলে আবার দুটো স্টপেজে আসবে। বাকি সিএনজি গুলো উত্তর বাজার পৌর বাস ও সিএনজি টার্মিনালে অবস্থান করবে। তিনিও সার্বিক বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি রেজাউল করিম বাহার, সকল পৌর কাউন্সিল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।