রক্তের বন্ধনে মীরসরাই উদ্যোগে ইফতার সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
শনিবার (১৬ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকার অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাউল ৫ কেজি, বুট ২ কেজি, আলু ৩ কেজি, পেঁয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, তেল ১ লিটার, মুড়ি ১ কেজি, চিড়া ১ কেজি, চিনি ১ কেজি।
রক্তের বন্ধনে মীরসরাই এর শুভাকাঙ্ক্ষী মন্জুরুল আলম লিটনের এর সহযোগিতায় রক্তের বন্ধনে মীরসরাই সাবলম্বী প্রজেক্টের ৩য় সেলাই মেশিন বিতরণ ও রমদ্বান উপহার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিল সংগঠনের প্রেসিডিয়াম সদস্য রেজাউল রনি, সভাপতি ফরহামদ মাহমুদ কাউছার, সহ-সভাপতি আরাফাত আবির, সাধারণ সম্পাদক, সালাহ্ উদ্দিন, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, সদস্য আকাশ দাশ, টিটু, আরমান, সৌহাইলের সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, ‘রক্তের বন্ধনে মীরসরাই’র যাত্রা শুরু হয় ২০১৪ সালে এবং আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হয় ১০ই এপ্রিল ২০১৫ সালে। প্রতিষ্ঠালগ্ন থেকে ‘সৃষ্টি মানব ও মানবতার কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান, সামাজিক সচেতনতামূলক কর্মসূচী, স্বেচ্ছায় রক্তদাতা তৈরী, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিনামূল্যে অক্সিজেন সহায়তা প্রদান, ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ইদ উপহার বিতরণ সহ নানা ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ‘রক্তের বন্ধনে মীরসরাই’র ৭০ জন অধিক স্বেচ্ছাসেবক রয়েছেন। যারা প্রতিনিয়ত সমাজ ও দেশের স্বার্থে নিঃস্বার্থভাবে মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছেন।