সৃষ্টি মানব ও মানবতার কল্যাণ’ এই শ্লোগানকে ধারণ করে সামাজিক ও স্বেছাসবী সংগঠন ‘রক্তের বন্ধনে মীরসরাই’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী সম্মিলন পালিত হয়েছে।
শুক্রবার (১৯ মে) সকালে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মীরসরাই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয়। র্যালীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও রক্তের বন্ধনে মীরসরাই সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালীটি মীরসরাই পৌর সদরের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে আলোচনা সভায় সংগঠনের সভাপতি রেজাউল রনির সভাপতিত্বে সংগঠনের সদস্য নজরুল ইসলাম জয়ের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, সাংবাদিক নুর আলম, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের প্রধান সমন্বয়ক মাওলানা মোহাম্মদ সোয়াইব, রক্তের বন্ধনে মীরসরাই উপদেষ্টা আব্দুল মতিন, এম ছানা উল্যাহ নিজামী, এডমিন প্যানেল ফরহাদ মাহমুদ কাওসার, আশরাফ ভুঁইয়া ফরহাদ, মোঃ: সালাউদ্দিন, ইকবাল হোসেন, কার্যকরি সদস্য ইমরাজ উদ্দিন খান, সহ-কার্যকরী পরিষদের সদস্য আরমান হোসেন,মীর হোসেন, রাহিমুল তানিম,শাহরিয়া আহমেদ সহ সংগঠনর সদস্যবৃদ উপস্থিত ছিলন।
এই সময় সংগঠনের বার্ষিক কলেবরে “অরূণোদয়” উন্মোচন হয় । এছাড়া দিনব্যাপী এই অনুষ্ঠানে সেরা সংগঠন সন্মননা, সেরা সংগঠক, সেরা স্বেচ্ছাসেবক সন্মননা, সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সন্মননা স্মারক প্রদান করা হয় এবং সাবলম্বী প্রজেক্টের আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়।