রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার’র মা রবিজা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৪ জুলাই) রাত ৮ টায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছে প্রায় একশত পাঁচ বছর। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমার দাপন কার্য সম্পন্ন করা হয়। পরে তথ্যমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এছাড়াও ইউনিয়ন ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রবিজা খাতুন উত্তর রাঙ্গুনীয়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম মাষ্টার আশরাফ আলীর পুত্রবধূ এবং মরহুম মাষ্টার দলিলুর রহমানের স্ত্রী। তিনি হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক দানবীর আজিজুল ইসলাম তালুকদারের মা ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার’র নানী।