প্রতিবছরের ন্যায় রমজান শুরুর আগে ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে রাঙ্গুনিয়া উপজেলার সামাজিক সংগঠন আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি। শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ১১০ দরিদ্র পরিবারেরে মাঝে এই ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দরা। ১৫কেজি ওজনের প্রতি প্যাকেটে ছিল ছোলা, মোটর, চিনি, পেঁয়াজ, লবন, তেল, খেজুর, মুসর ডাল, আলু, সেমাই, মুড়ি।
বিতরণকালে উপস্থিত ছিলেন আমরা গ্রামবাসী কল্যান সমিতির উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফখরুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজম, অর্থ সম্পাদক মো. লোকমান, প্রবাসী কল্যান সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সদস্য মো. হেলাল, হাবিউল্লাহ, মো. আলী, ইউসুফ প্রমুখ।
উল্লেখ্য ২০২০ সালে প্রায় ১২০ জন সদস্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তারা প্রতিবছর ইফতার সামগ্রীসহ এলাকার রাস্তাঘাট উন্নয়ন, সড়কবাতি স্থাপন, খেলাধুলা, গরীব রোগীদের অনুদান,গরীব ঘরের মেয়ের বিয়েসহ বিভিন্ন সামজিক কাজ করে আসছে।