তবলছড়ি ওয়াপদা কলোনী থেকে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক ব্যাক্তিকে আটক করেছে। তার নাম মোঃ ফিরোজ(২৮)। রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রাঙামাটি কোতোয়ালী থানার অদূরে তবলছড়ি ওয়াপদা কলোনী এলাকায় রোববার সকাল আনুমানিক ৮ টার সময় একটা পার্ক করা সিএনজি অটোরিক্সায় ১৬ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণকালে স্থানীয়রা এক যুবককে ধরে পুলিশে দিয়েছে। ধর্ষণকারী সন্দেহে আটক মোঃ ফিরোজ স্থানীয় রেজাউল করিম’র ছেলে। সে ২ সন্তানের জনক।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অবিযুক্ত ব্যক্তি ও ভিকটিমকে থানায় আনা হয়েছে। মামলা এবং ভিকটিম’র ডাক্তারী পরীক্ষার প্রস্তুতি চলছে।