চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ব্যবসায়ীর নাম বদরুস কোম্পানি। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন অভিযান চালিয়ে এই অর্থদন্ড দেন।
তিনি জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় ফসলি জমি ও পাহাড় থেকে অবৈধ ভাবে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় স্থানীয় এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত ১টি স্ক্র্যাভেটর জব্দ করা হয়। ফসলি জমি ও পাহাড় কাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকাবে বলে তিনি জানান।
এদিকে ইসলামপুর মোহাম্মদপুর মসজিদ ফেলে সড়কের টার্নিং অতিক্রম করলেই খোলা স্থানে রাস্তার পশ্চিম পাশে বিএমবি-২ ইটভাটার জন্য ফসলি জমির মাটি কাটার অভিযোগ উঠেছে৷ ইটভাটার মালিক ইউনুস কোম্পানি এই মাটি কাটার সাথে জড়িত বলে জানা গেছে। এতে পাশের ফসলি জমিগুলো ভেঙে পড়ছে, এমনকি স্থানীয় চানমিয়া জামে মসজিদও ভাঙনের উপক্রম হয়েছে। এই বিষয়েও উপজেলা প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।