রাঙ্গুনিয়ায় একটি দেশীয় তৈরি বন্দুকসহ পিতা ও দুই পুত্রকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার (১৫ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, বেতছড়ি বহরাতলে তাদের নিজ বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মো. নাছির উদ্দিন (৫৮), ছেলে মো. রাশেদ (৩৩) ও মো. মাসুদ আলম। পরে তাদের পুলিশের হাতে হস্তান্তর করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অবৈধ অস্ত্র আইনে মামলা হয়েছে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, “বসতঘরের পাশে ব্যাগের মধ্যে বন্দুকটি পাওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”