আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’কে বিজয়ী করার লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলায় আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির উত্তর ইউনিটে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন উত্তর রাঙ্গুনিয়া ইউনিটের সমন্বয়ক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী মিল্টন। লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামাল চৌধুরী, সদস্য মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, মঈন উদ্দিন মঈনু প্রমুখ।