রাঙ্গুনিয়ায় আকবর শিকদার পাড়া রয়েল স্টার ক্লাব কর্তৃক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং একই দিন রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয় জান মোহাম্মদ পাড়া জুনিয়র ক্লাব। তাদের প্রতিপক্ষ ছিল ইউনিটি বয়েজ ক্লাব।
পরে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএম এনাম উল্লাহ। প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা এবং হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল করিম বিপ্লব। উদ্বোধক ছিলেন দানবীর ও ব্যবসায়ী ইলিয়াছ বিন রশীদ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মো. মুছা, লালানগর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি বেলাল বিন সত্তার, ইউপি সদস্য মো. শহিদুল্লাহ, আমির হোসেন সুমন, মো. ইদ্রিস চৌধুরী, মাস্টার নুরুল করিম, মো. ফরিদ প্রমুখ।
ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় আকবর শিকদার পাড়া রয়েল স্টার ক্লাব শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দিচ্ছেন অতিথিরা।