রাঙ্গুনিয়ায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। রোববার দিবাগত রাত ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ সৈয়দ বাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকান্ডে মো. আকতার হোসেন, মো. নাছির, মো. শওকত হোসেন ও মো. গিয়াস উদ্দীন মানিকের বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত আড়াই টার দিকে আগুন দেখে আমরা দ্রুত ছুটে আসি। মুহুর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী এগিয়ে আসলেও আগুনের তীব্রতা বেশি থাকায় কেউ কিছু করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করেছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন। তিনি জানান, আগুনে প্রায় ৪টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হতে পারে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি আরো খতিয়ে দেখা হবে।