রাঙ্গুনিয়া উপজেলায় ঐতিহ্যবাহী আনজুমিয়ার বৈশাখী বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি জেলার মো. রুবেল বলী। এছাড়া রানার্স আপ হয়েছে রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মো. ইকবাল। এবারের খেলায় প্রায় ৫০ জন বলি অংশ নেয়। দুপুর থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শকের সমাগম হয় মাঠে।
বৈশাখী বলি খেলা উদযাপন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাকিব শাহ চত্বরে খেলা অনুষ্ঠিত হয়।
বৈশাখী বলি খেলা উদযাপন পরিষদ কমিটির প্রধান উপদেষ্ঠা ও দক্ষিন রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন এন এন কে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ।
উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাউছার নূর লিটন।
দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ইলিয়াস মিয়া তালুকদার, মাস্টার খুরশেদ আলম, ফারুক আহমেদ তালুকদার, হালিম আবদুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর রহমান তালুকদার, মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, মাস্টার মুছা, জসিম উদ্দিন তালুকদার, সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লব, মঈন উদ্দিন মঈনু, অত্র পরিষদের ইউপি সদস্যবৃন্দ।
রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।