হাজারো দর্শকের উপস্থিতিতে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে ঐতিহ্যবাহী আনজু মিয়ার বলী খেলায় লটারির মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামপুরের মো. রফিক বলী।
শুক্রবার (২৬ মে) বিকেলে বণা পুকুর পাড় সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার।
প্রধান অতিথি ছিলেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ আবুল বশর, মাহমুদুল হাসান, মাস্টার মুছা, অত্র পরিষদের ইউপি সদস্যবৃন্দ।
খেলা পরিচালনা করেন অমিয়তোষ বড়ুয়া ও মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও রানার্সআপ হয়েছেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মো. শাহাবুদ্দিন এবং লটারির মাধ্যমে কুমিল্লার হাসান বলীকে হারিয়ে তৃতীয় হয়েছেন রাঙ্গামাটির রুবেল বলী।
উল্লেখ্য ৪৪ বারের মত এই খেলার আয়োজন করেছেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার।