রাঙ্গুনিয়া উপজেলায় আর্ট ও সুন্দর হাতের লেখার স্কুল উদ্বোধন হয়েছে। শনিবার (০২ মার্চ) বিকেলে লালানগর ইউনিয়নের বেরীবাঁধ আইডিয়্যাল কিন্ডারগার্টেন স্কুলে অস্থায়ী কার্যালয় হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত কার্যক্রম চলবে এই স্কুলের। কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষক ও রাঙ্গুনিয়া উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক সুজিত সূত্র ধরসহ স্বনামধন্য কয়েকজন শিক্ষক প্রশিক্ষণ দিবেন শিক্ষার্থীদের।
এদিন ফিতা কেটে স্কুল উদ্বোধন করেন রাঙ্গুনিয়া সরকারি শিক্ষক মোতাহের হোসেন, রবি আজিয়াটা লিমিটেড অফিসার মীর লোকমান হাকিম, হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফর আহমদ, কৃষি ব্যাংক কর্মকর্তা মো. মিজানুর রহমান, সুজিত সূত্র ধর, মো. আলমগীর, শিক্ষিকা মনোয়ারা আক্তার প্রমুখ।
স্কুলটি পরিচালনা করবেন হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল করিম ও বেরীবাঁধ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মীর সবুজ।