চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদের দুটি শূন্য পদে উপ নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। এভার উপ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে ইভিএমের মাধ্যমে। এদিকে শূন্য দুটি পদের জন্য বৃহস্পতিবার (২৮ জুন)তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পদ দুটি হলো লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের ৭নং সাধারণ সদস্য নির্বাচন।
স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে সাধারণ সদস্য পদের জন্য তেমন আগ্রহ না থাকলে দলীয় প্রতীক না থাকায় লালানগর ইউনিয়ন চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এছাড়াও নির্বাচন পরিবেষ অনুকূলে থাকলে বিএনপি সমর্থিত প্রার্থীও অংশ নেওয়ার কথা রয়েছে। কয়েকজন প্রার্থী নির্বাচন করার কথা জানান দিলেও মূল প্রতিদ্বন্দ্বী কারা হবেন তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
২০২১সালের ইউনিয়ন পরিষদে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার। সম্প্রতি তার মৃত্যুর পর পদটি শূন্য হয়ে যায়। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন প্যানেল চেয়ারম্যান মীর মোহাম্মদ হানিফ। বর্তমানে শূন্য পদটি পাওয়ার আশায় দৌড়ঝাঁপ দেখা গেছে নেতা কর্মীদের ও তাদের সমর্থকদের মাঝে। কে হবেন লালানগরের পরবর্তী চেয়ারম্যান এ নিয়ে পাড়া মহল্লায় ব্যাপক জল্পনা কল্পনা এবং কৌতুহল সৃষ্টি হয়েছে। এবার উপ নির্বাচন অংশ নিতে পারেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার। তিনি সদ্য প্রয়াত চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার’র ভাগিনা। সাবেক ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম তালুকদার।
পদটি শূন্য হওয়ার পর থেকে আগ্রহী প্রার্থীরা নানা কৌশলে ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। সেই সাথে সরকারের স্মার্ট লালানগর ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন অনেকেই।
এদিকে ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছে এলাকাবাসী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য তারা নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব জানান, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে রাঙ্গুনিয়া উপজেলার দুটি শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে মনোনয়ন গ্রহণ, বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ও প্রতীক সংক্রান্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে।