চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিপক্ষ নুর মোহাম্মদ(৩৫) নামে এক ব্যক্তির ছোঁড়া ইটের আঘাতে ইদ্রিস মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার হোছনাবাদ নিশ্চিন্তপুর ৭নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত ইদ্রিস একই এলাকার মৃত জিয়াউল মল্লিকের পুত্র। অভিযুক্ত নুর মোহাম্মদের বাড়িও একই এলাকায়।
নিহতের পুত্রবধু পারভীন আক্তার জানান, পাশের বাড়ির নুর মোহাম্মদ একটা পেঁপে গাছ কেটে আমাদের শৌচাগারের সাথে লাগিয়ে রাখে। পরে আমরা সেটা সরিয়ে তাদের শৌচাগারের পাশে রাখি। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে বিবাদী নুর মোহাম্মদ আমার শ্বশুরকে ইট ছুঁড়ে মারে। এতে সে অসুস্থতা বোধ করলে রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। শেষ খবরে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।