মহান শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চতুর্থ বারের মতো দিনব্যাপী একুশে বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারী) পাঠাগার রাঙ্গুনিয়ার উদ্যোগে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফটক সংলগ্ন মাঠে এই মেলার আয়োজন করা হয়।
সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব।
মেলায় সমতট, বায়ান্ন, রক্তাক্ত ফাল্গুন ও ফুলকি নামে চারটি স্টলে প্রায় এক হাজার বই সমৃদ্ধ ছিল। পাশে ছিল চাতিথেয়তা নামে একটি টি স্টল। এছাড়াও উন্মুক্ত কবিতা মঞ্চে দিনব্যাপী চলে ছড়া, কবিতা, নৃত্যসহ নানা আয়োজন।