মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এস এ বয়েজ ক্লাবের আয়োজনে ১১তম শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং একই দিন রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয় চন্দ্রঘোনা বন্ধু মহল ক্রিকেট একাদশ। তাদের প্রতিপক্ষ ছিল ভাংগার পাড়া ইউনাইটেড ক্লাব। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মো. সাইফ।
পরে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এ বয়েজ ক্লাবের সভাপতি ও ব্যাংকার এস এম ইদ্রিস তালুকদার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশলী ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার অলি আহমদ। উদ্বোধক ছিলেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার খোরশেদ আলম তালুকদার। প্রধান বক্তা ছিলেন ব্যবসায়ী আবুল হাশেম পাখি।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির মহিউদ্দিন টিটু ও জহির জিকুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুছা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম ইলিয়াস কবির, ট্যাভেল এন্ড ট্যুর এর প্রোপ্রাইটর ফারুক আলী চৌধুরী, লালানগর সাবেক প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম, রবি আজিয়াটা লিমিটেড অফিসার মীর লোকমান হাকিম, ব্যবসায়ী ইদ্রিস চৌধুরী, মো. হানিফ প্রমুখ।
খেলার শুরুতে আতশবাজি প্রদর্শন করা হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপিসহ বিভিন্ন নৈপুণ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মো. আসাদ, মো. রাশেদ, মো. রিফাত, মো. আফরাফুল, মো. আসিফ।