মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নে এস.এ বয়েজ ক্লাবের উদ্যোগে ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয় এবং একই দিন রাতে ফাইনাল খেলা সম্পন্ন হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয় রক স্টার ক্লাব। তাদের প্রতিপক্ষ ছিল ডেঞ্জার বয়েজ।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.এ বয়েজ ক্লাবের সভাপতি ব্যাংকার এস এম ইদ্রিস। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার। উদ্বোধক ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ধামাইরহাট এজেন্ট শাখার সত্বাধীকারী মো. তসলিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন উত্তর রাঙ্গুনিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ফারুক আলী চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন সাইফুল ইসলাম বাট্টু।
মহিউদ্দিন টিটু ও জিকুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম. ইলিয়াছ কবির, মোস্তফা জামাল উদ্দিন, শিক্ষক জাহাঙ্গীর আলম, মাস্টার মোহাম্মদ হারুন, মাস্টার মাহাবুল আজিজ নাজিম, মো. ইদ্রিস চৌধুরী, মাসুদ পারভেজ, আশরাফুল, আসাদ, রাশেদ, ফাহিম, নাজিম উদ্দিন প্রমুখ।
এস এ বয়েজ ক্লাবের ১০তম আয়োজনে এবার ১৬টি দশ অংশ নিয়েছে