রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী হামজু মিয়ার বলী খেলা আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হবে। দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদারের উদ্যোগে বণা পুকুর পাড় এলাকার স্থানীয় মাঠে এই খেলার আয়োজন করা হচ্ছে। ১৯৮০ সাল থেকে শুরু হওয়া এই বলী খেলার ৪৪তম এই আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিবারের ন্যায় এবারও বৃহস্পতিবার দুপুর তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বলী খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে রাঙ্গুনিয়া, কুমিল্লা, রাঙামাটি, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক বলি।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দানু মিয়া, আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিন মঈনুসহ রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করবেন আহমদ সৈয়দ তালুকদার।
এদিকে হামজু মিয়ার বলি খেলাকে ঘিরে এলাকাজুড়ে চলছে নানা প্রস্তুতি। ইতিমধ্যেই মাঠ প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তায় গ্রাম পুলিশের পাশাপাশি পুলিশের বিশেষ নিরাপত্তা বলয় থাকছে বলে জানান সংশ্লিষ্টরা।