চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি কবরস্থান থেকে প্রায় ৪ ফুট ও ৬ ফুট লম্বা দুটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ও শুক্রবার সকালে কবরস্থান পরিষ্কার করতে গিয়ে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া আন্ন শিকদার পাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে অজগর দুটি দৃষ্টিগোচর হয়।
বৃহস্পতিবার উদ্ধার হওয়া অজগরটি ছোট হওয়ায় স্থানীয়রা একটি বিলে এটিকে অবমুক্ত করে এবং শুক্রবার উদ্ধার হওয়া অজগরটি প্রায় ছয় থেকে সাত ফুট লম্বা এবং ১২ কেজির কাছাকাছি ওজন হওয়ায় এটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
এলাকাবাসী জানায়, স্থানীয় যুব ও ছাত্র সমাজের উদ্যোগে কবরস্থান পরিষ্কারকালে বৃহস্পতিবার একটি অজগর এবং শুক্রবার সকালে কাজ করতে গেলে বড় আকৃতির আরো একটি অজগর দৃষ্টিগোচর হয়। পরে বন বিভাগে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এ সময় অজগরটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তা নাহিদ হাসান বলেন, উদ্ধার হওয়া অজগরটি প্রায় ৬ফুট এবং ওজনে ১০-১২ কেজি হতে পারে। এটি কাপ্তাই বনে অবমুক্ত করা হয়েছে।