প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে এসব বাইসাইকেল শিক্ষার্থীদের মাঝে হস্তান্তর করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী ক্ষুদ্র–নৃ গোষ্ঠীর জন্য সরকারি নানা সুযোগ–সুবিধা দিয়ে থাকেন। রাঙ্গুনিয়ায় সরকারিভাবে তাদের মাঝে ৫টি ঘর ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আরও ৫টি ঘর দেওয়া হবে। এরআগে তাদের ৩২৫ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া তাদের নিয়মিত নানা ভাতা সুবিধা দেয়া হচ্ছে। এভাবে নানা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র নৃ–গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। পাশাপাশি রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ’র কারণে রাঙ্গুনিয়ার পাহাড়ি জনগোষ্ঠিদের জীবন-মানও আজ উন্নত। সমতল এলাকার সব সুযোগ-সুবিধা এখন রাঙ্গুনিয়ার পাহাড়ি জনগোষ্ঠিরাও পাচ্ছেন।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক সাংবাদিক জগলুল হুদা, ইউএনও কার্যালয়ের সিএ সাধন চাকমা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের রইস্যাবিলি ওয়ার্ডের সদস্য বিপর্সি তংচংগ্যা প্রমুখ।