চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাউসিয়া কমিটির উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার(১৭নভেম্বর) উপজেলার ইসলামপুর ছাদেকনগর উত্তর পাড়া শাখা গাউসিয়া কমিটির উদ্যোগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত অভিজ্ঞ ৩জন ডাক্তারের মাধ্যমে এলাকার প্রায় ৫শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রধান করা হয় একি সাথে তাদের মাঝে ফ্রি ওষুধও বিতরণ করা হয়েছে৷
এসময় চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব চৌধুরী হাসান, উপজেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি লোকমান কোম্পানী, মুজিবুর রহমান সওদাগর, কাজী মুহাম্মদ আইয়ুব, সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সওদাগর, মাওলানা জামাল উদ্দিন আলকাদেরী, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল আলম তালুকদার, মাজার পরিচালনা কমিটির সভাপতি আহমদ জরিপ তালুকদার, সাবেক ইউপি সদস্য ফজলুল করিম।
উপস্থিত ছিলেন সাদেকনগর উত্তর পাড়া শাখা গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি মুনির উদ্দিন মুহাম্মদ আরমান, মাওলানা ফোরকান -সহ অন্যান্যরা।
পরে সাদেকনগর উত্তর পাড়া গাউসিয়া কমিটির নতুন কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোসাহেব উদ্দিন বখতেয়ার বলেন-সীতাকুণ্ডের বিএম ডিপোতে যে ঘটনাটায় নিজেদেরকে বিলিয়ে দিয়েছে গাউসিয়া কমিটির ভাইয়েরা তা আজকে করোনাকালীন সময়ের পরে গাউসিয়া কমিটির সুনাম আরো ব্যাপক ছড়িয়ে পড়েছে। যদিও ভাই এটি ধর্মীয় ও তরিকত সংগঠন কিন্তু আমরা সেবা দিয়েছি সব ধর্মের মানুষকেও তা এখনো অব্যাহত রয়েছে।