সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলার প্রস্তুতি হিসেবে রাঙ্গুনিয়ায় ২১৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে । আজ বৃহষ্পতিবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা থেকে এই তথ্য জানা গেছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতাউল গনি ওসমানী, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও আতাউল গনি ওসমানী বলেন, ” ঘূর্ণিঝড় মোকাবিলায় সম্ভাব্য সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। নদীর তীরবর্তী ও পাহাড়ি এলাকায় মানুষকে সচেতন করতে মাইকিং কার্যক্রম চালানোর জন্য ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে। জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করতে হবে। দূর্যোগের জন্য প্রাথমিকভাবে ৫ মেট্রিকটন চাল ও ৩০ হাজার টাকা বরাদ্দ হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুতের পাশাপাশি তাৎক্ষনিক শুকনা খাবার দেয়া যায় মতো প্রস্তুতি গ্রহন করা হয়েছে।