“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও সরকারি এবং বেসরকারি বীমা কোম্পানির সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনওআতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, যুব কর্মকর্তা মো. মহিউদ্দিন, চার্টার লাইফ ইন্সুইরেন্স চট্টগ্রাম উত্তরের জোনাল ম্যানেজার কলিম আবদুল্লাহ, মীর জুবাইদুল ইসলাম রনি, সন্ধানী লাইফ ইন্সুইরেন্স রাঙ্গুনিয়া শাখার জেনারেল ম্যানেজের আজিম উদ্দিন, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের জেনারেল ম্যানেজার মো. সেলিম প্রমুখ।
বক্তাগণ বীমার গুরুত্ব আরোপ করে সকলকে বীমার আওতার আনার আহবান জানান। সেই সাথে বীমাকারীদের বীমা গ্রহীতাদের আস্থা অর্জন করে সুনামের সাথে দেশের উন্নয়নে অংশীদার হওয়ারও আহবান জানান।