“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র্যালি, মৎস্য পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়েছে।
আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্স পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, মৎস্য খামারি কাউছার নূর লিটন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি ওবায়দুল হক প্রমুখ। শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজনকে বিশেষ পুরস্কার দেয়া হয়।