চট্টগ্রাম 6:45 pm, Wednesday, 9 October 2024

জামায়াতের জাতীয় পর্যায়ের নেতারা বেঁচে থাকলে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়ন হতো না- শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় পর্যায়ের নেতারা বেঁচে থাকলে আওয়ামীলীগ যে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র করার পরিকল্পনায় ছিল সে পরিকল্পনা তাদের বাস্তবায়ন হতো না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার পেশাজীবিদের সম্মানে প্রীতি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের পেশাদার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের পেশাদারিত্বে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। অনেক চৌকস ও যোগ্য অফিসার দেশে আছে। তাদের সকল মেধা ও যোগ্যতা বিরোধী দলকে দমনের জন্য বাধ্য করেছে আওয়ামীলীগ সরকার। তারা এত উন্নয়ন করেছে অথচ ক্ষমতাচ্যুতের পর এক ঘন্টা রাজনীতিতে টিকতে পারেনি কেনো? বায়তুল মোকাররমের খতিব, তাকেও গা ঢাকা দিতে হয়েছে কেনো? তাদের বিচার এ জমিনে হবে।

রাতে নগরীর পূর্ব নাসিরাবাদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমীর হাসান মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন প্রীতি সম্মেলনের আহবায়ক ইব্রাহীম আশরাফ। উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যক্ষ আমীরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলার আমীর অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল করিম, চট্টগ্রাম ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী ইরফানুল হক, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের প্রশিক্ষন সম্পাদক ইলিয়াস কোম্পানী, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, প্রকৌশলী জসিম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, চিকিৎসক আশরাফ হোসাইন, বিশিষ্ট ব্যাংকার মো. মুহিবুল্লাহ, গিয়াস উদ্দিন চৌধুরী, মাওলানা শাহ আলম, সরওয়ার হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় ১৬২টি পূজামণ্ডপ পরিদর্শন সেনাবাহিনীর, নাশকতার চেষ্টা কঠোর হাতে দমনের ঘোষণা

জামায়াতের জাতীয় পর্যায়ের নেতারা বেঁচে থাকলে আওয়ামী লীগের পরিকল্পনা বাস্তবায়ন হতো না- শাহজাহান

Update Time : 11:24:47 pm, Saturday, 7 September 2024

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় পর্যায়ের নেতারা বেঁচে থাকলে আওয়ামীলীগ যে বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্র করার পরিকল্পনায় ছিল সে পরিকল্পনা তাদের বাস্তবায়ন হতো না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। গতকাল শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার পেশাজীবিদের সম্মানে প্রীতি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের পেশাদার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে তাদের পেশাদারিত্বে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। অনেক চৌকস ও যোগ্য অফিসার দেশে আছে। তাদের সকল মেধা ও যোগ্যতা বিরোধী দলকে দমনের জন্য বাধ্য করেছে আওয়ামীলীগ সরকার। তারা এত উন্নয়ন করেছে অথচ ক্ষমতাচ্যুতের পর এক ঘন্টা রাজনীতিতে টিকতে পারেনি কেনো? বায়তুল মোকাররমের খতিব, তাকেও গা ঢাকা দিতে হয়েছে কেনো? তাদের বিচার এ জমিনে হবে।

রাতে নগরীর পূর্ব নাসিরাবাদের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার আমীর হাসান মুরাদ। স্বাগত বক্তব্য রাখেন প্রীতি সম্মেলনের আহবায়ক ইব্রাহীম আশরাফ। উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শওকত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক আমির অধ্যক্ষ আমীরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলার আমীর অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল করিম, চট্টগ্রাম ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী ইরফানুল হক, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের প্রশিক্ষন সম্পাদক ইলিয়াস কোম্পানী, রাঙ্গুনিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, প্রকৌশলী জসিম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, চিকিৎসক আশরাফ হোসাইন, বিশিষ্ট ব্যাংকার মো. মুহিবুল্লাহ, গিয়াস উদ্দিন চৌধুরী, মাওলানা শাহ আলম, সরওয়ার হোসেন, মহিউদ্দিন বাবু প্রমুখ।