জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে রাঙ্গুনিয়া উপজেলায় হাসান তালুকদার (৪৭) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। মারধরের সময় হাসান তালুকদারের ভাইয়ের ছেলে সাকিব(২৫) উদ্ধার করতে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ রাজানগর ১নং ওয়ার্ড ফুলবাগিচা এলাকায়। এ ঘটনায় একই এলাকার হামলাকারী মৃত হাফেজ আইয়ুব আলীর ছেলে লোকমানকে(৫২) আসামী করে থানায় অভিযোগ করেছেন ভূক্তভোগী হাসান তালুকদার।
অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী লোকমান হাসান তালুকদারের সৎ ভাইয়ের ছেলে। হাসান তার উঠান থেকে মাটি কাটার সময় বিবাদী লোকমান এসে বাঁধা দেন। এসময় হাসান প্রতিবাদ করলে লোকমান তাকে গালাগালি শুরু করেন। এক পর্যায়ে লোকমানের হাতে থাকা লোহার রড় দিয়ে হাসানকে এলোপাতাড়ি মারধর করতে থাকে (মারধরের ভিডিও এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে)। পরে হাসানের ভাইয়ের ছেলে সাকিব এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
এদিকে লোকমান মারধরের কথা স্বীকার করলেও উঠানের জায়গা তার বলে দাবী করেন। তিনি বলেন হাসান আমার অসুস্থতার সুযোগ নিয়ে জায়গা দখলে নেওয়ায় পায়তারা করছিল। এ নিয়ে কোর্টে মামলা চলমান।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থামার উপ- পরিদর্শক এসআই মো. ছালেহ্ উদ্দিন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যতটুকু জানলাম দীর্ঘদিনের জায়গা সংক্রান্ত জামেলা। তবে বিবাদী কাউকে পাওয়া যায়নি। তাদের পাওয়া গেলে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে সমাধানের চেষ্টা করা হবে।