চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরীকে নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হয়েছে উল্লেখ করে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের ব্যানারে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ নভেম্বর) বিকালে ধামাইরহাট বাজারে এই প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে ইউসুফ চৌধুরীরকে নিয়ে সম্প্রতি যড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের চালানো হয়েছে বলে দাবী করা হয়। একটি চক্র তার রাজনৈতিক প্রজ্ঞা ও জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যমূলকভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেন প্রতিবাদকারীরা। তারা বলেন, ইউসুফ চৌধুরী একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তাকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে চক্রটি। কিন্তু তাদের এই হীন প্রচেষ্টা কোনদিনও সফল হবে না বলে জানান তারা।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ভিপি শাহেদ কামাল তালুকদার, অর্থ সম্পাদক সাবেক ইউসুফ কামাল তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, উত্তরজেলা যুবদলের সহ সম্পাদক এম কামাল উদ্দিন মাষ্টার, বিএনপি নেতা জাহেদুল আলম চৌধুরী, সিরাজুল ইসলাম তালুকদার, আব্দুল মান্নান রনি, নুরুল আলম, নাছির উদ্দীন তালুকদার, কাজী রাকিবুল হাসান মাসুদ, হেলাল আহমেদ, আবু মনছুর, ইউছুপ সাগর, মনজুরুল আলম প্রমুখ।
প্রতিবাদ সভা থেকে ইউসুফ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এই ধরণের অপপ্রচার ভবিষ্যতে চালানো হলে তাদের প্রতিহত করাসহ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।।