রাঙ্গুনিয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষ থেকে দক্ষিণ রাজানগর ইউনিয়নে ৫’শতাধিক শীতার্তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এর মধ্যে মন্ত্রীর পক্ষ থেকে ৪০০ পিচ ও দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদারের পক্ষ থেকে ১০০ পিচ কম্বল দেওয়া হয়
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ধামাইরহাট ভি এইড পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ তালুকদার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউপি সদস্য ফজলুল ইসলাম সেলিম, মিজানুর রহমান, ইউসুফ উদ্দিন, রফিকুল ইসলাম, মোসলেম উদ্দিন শিকদার, রাশেদ মেম্বার প্রমুখ।