চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ইটভাটার দেয়াল ধসে মোহাম্মদ হারুন (৬০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সকালে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. হারুনুর রশীদ। তিনি একই উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড মোগলেরহাট জান মোহাম্মদপাড়া এলাকার নেয়ামত আলীর সন্তান।
স্থানীয়রা জানান, বিআরবি-২ নামে ইটভাটায় কয়লার ঘরের মেরামত করার সময় আকস্মিকভাবে ওই শ্রমিকের ওপর ইটের দেয়াল ধসে পড়ে। এতে শ্রমিক হারুন আহত হন। তাকে উদ্ধার করে রাউজান জে.কে মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।