চট্টগ্রাম 6:21 pm, Wednesday, 4 December 2024

রাঙ্গুনিয়ায় নির্বাচিত হওয়ার এক বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্বাচিত হওয়ার এক বছর পর শপথ নিয়েছেন পোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আবু জাফর তালুকদার। মামলা সংক্রান্ত জঠিলতায় এক বছর পর্যন্ত শপথ নিতে পারেননি তিনি। এতে এক বছর জুড়ে এই ওয়ার্ডের বাসিন্দারা সেবা কার্যক্রমে নানা ভোগান্তি পোহাচ্ছিল। অবশেষে শপথ নিয়ে একজন জনপ্রতিনিধি পাওয়ায় এই ওয়ার্ডের বাসিন্দারা স্বস্তী প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মোহাম্মদ আবু জাফর তালুকদারকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। এসময় পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহাম্মদ চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে প্রথম হয়েছিল মোহাম্মদ আবু জাফর তালুকদার নামে এক প্রার্থী। বিজয়ী হওয়ার পর নিয়ম অনুযায়ী গেজেটও প্রকাশ হয়৷ পরবর্তীতে শপথ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু ১৩ ইউনিয়নে নবনির্বাচিত ১৫৪ ইউপি সদস্য শপথ নিলেও নিতে পারেননি আবু জাফর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমদ কবির শপথ নেয়ার আগেই ভোট কারচুপির অভিযোগ এনে মামলা করেন। ফলে গেজেট হলেও গেজেটের কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। এই নিয়ে দীর্ঘদিন মামলা পরিচালনা করেন নির্বাচিত প্রার্থী আবু জাফর তালুকদার। অবশেষে দীর্ঘ এক বছর পর গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্ট এই মামলাটি খারিজ করে দেন। ফলে তার শপথ নিতে আর কোন বাধা নেই উল্লেখ করে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।

এদিকে আবু জাফর তালুকদার ইউপি সদস্য পদে শপথ নেয়ায় বিভিন্ন ক্ষুদে বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাঙ্গুনিয়ায় নির্বাচিত হওয়ার এক বছর পর শপথ নিলেন ইউপি সদস্য

Update Time : 07:07:29 pm, Tuesday, 17 January 2023

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্বাচিত হওয়ার এক বছর পর শপথ নিয়েছেন পোমরা ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আবু জাফর তালুকদার। মামলা সংক্রান্ত জঠিলতায় এক বছর পর্যন্ত শপথ নিতে পারেননি তিনি। এতে এক বছর জুড়ে এই ওয়ার্ডের বাসিন্দারা সেবা কার্যক্রমে নানা ভোগান্তি পোহাচ্ছিল। অবশেষে শপথ নিয়ে একজন জনপ্রতিনিধি পাওয়ায় এই ওয়ার্ডের বাসিন্দারা স্বস্তী প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মোহাম্মদ আবু জাফর তালুকদারকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। এসময় পোমরা ইউপি চেয়ারম্যান জহির আহাম্মদ চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বায়েজীদ আলমসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনে ৫ জন প্রার্থীর মধ্যে প্রথম হয়েছিল মোহাম্মদ আবু জাফর তালুকদার নামে এক প্রার্থী। বিজয়ী হওয়ার পর নিয়ম অনুযায়ী গেজেটও প্রকাশ হয়৷ পরবর্তীতে শপথ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু ১৩ ইউনিয়নে নবনির্বাচিত ১৫৪ ইউপি সদস্য শপথ নিলেও নিতে পারেননি আবু জাফর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমদ কবির শপথ নেয়ার আগেই ভোট কারচুপির অভিযোগ এনে মামলা করেন। ফলে গেজেট হলেও গেজেটের কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। এই নিয়ে দীর্ঘদিন মামলা পরিচালনা করেন নির্বাচিত প্রার্থী আবু জাফর তালুকদার। অবশেষে দীর্ঘ এক বছর পর গত ১২ জানুয়ারি সুপ্রিম কোর্ট এই মামলাটি খারিজ করে দেন। ফলে তার শপথ নিতে আর কোন বাধা নেই উল্লেখ করে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী।

এদিকে আবু জাফর তালুকদার ইউপি সদস্য পদে শপথ নেয়ায় বিভিন্ন ক্ষুদে বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।