চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি কায়কোবাদ মঞ্জু প্রকাশ কোব্বাত্তে (৪৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। শনিবার (১১ মার্চ) রাত ১ টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত কায়কোবাদ মঞ্জু উপজেলার সরফভাটা মীরেরখিল গ্রামের ছমদ মেম্বারের বাড়ীর অছি আহমদের ছেলে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী মঞ্জুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে ১টি দেশীয় একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। একই দিন শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।