প্রত্যাশীর উদ্যোগে রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অংশীজনদের নিয়ে সিমস্ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে লালানগর ইউনিয়ন স্থানীয় সরকার প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধি, জিএমসি সদস্য, মাইগ্রেশন ফোরাম সদস্যগণ, লোকাল লিডার, সাব-এজেন্ট ও সম্মানিত ব্যক্তিদের নিয়ে এই সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালানগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর মোহাম্মদ হানিফ। প্রধান অতিথি ছিলেন জসিম উদ্দিন তালুকদার।
প্রত্যাশীর সিমস্ প্রজেক্ট উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সমন্বয়কারী সেইফ মাইগ্রেশন- প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসান।
সভার শুরুতে বিভিন্ন সেশন উপস্থাপন করেন সেইফ মাইগ্রেশন মীর নাজমুল হাসান ও উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত সিমস্ প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ।