প্রথমবারের মতো রাঙ্গুনিয়া উপজেলায় সৃজন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩য় থেকে ৫ম শ্রেণীর এই পরীক্ষায় উপজেলার ১৫০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৫ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এতে পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ২ হাজার ৩৩১জন শিক্ষার্থী। একযোগে উপজেলার ১৬টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেধাবৃত্তী পরীক্ষা পরিচালনা পরিষদের সভাপতি বিধান দেওয়ানজী ও সাধারণ সম্পাদক এম মোরশেদ আলম জানান, প্রথমবার আমরা দারুণ সাড়া পেয়েছি। প্রায় শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিল। আগামী ডিসেম্বরের ১৮ তারিখ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এবং জানুয়ারির শুরুতে পুরষ্কার বিতরণ করা হবে।