শেখ হাসিনা সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এবং গণঅভ্যুত্থানের এক মাসপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়ায় শহিদী মার্চ ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তর রাঙ্গুনিয়া ছাত্র সমাজের উদ্যোগে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ গেইট থেকে এ “শহীদী মার্চ “শুরু হয়। মিছিলটি মশালসহকারে ধামাইরহাট বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজে এসে শেষ হয়।
পরে সেখানে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়েছে সহস্রাধিক শিক্ষার্থী।