রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তিন দোকানের মজুদ করা বেনামী ও ভেজাল ঘি জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়। রোববার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার ধামাইরহাট ও মোগলেরহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আতাউল গনি ওসমানী এ অভিযান পরিচালনা করেন। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া -রাউজানের সার্কেল এএসপি মো. হুমায়ুন কবির, রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কি ও থানা পুলিশের সদস্যরা।
আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা না থাকায় এবং ভেজাল ঘি রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে মোগলেরহাটে রাম প্রসাদ কর্মকারের মুদির দোকানে ৫ হাজার, ধামাইরহাটে বদিউল আলম স্টোরে ৫ হাজার, মের্সাস লক্ষী ভান্ডারে ৫ হাজার, শাহ জমির উদ্দিন শাহ স্টোরে ৫ হাজার, এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে আনন্দ ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
পুরো রমজান মাসে ভেজাল বিরোধী অভিযান চালানো হবে বলে জানান ইউএনও আতাউল গনি ওসমানী।